Saturday 4th of May 2024
Home / অন্যান্য / সিকৃবি’র আমুস -এর নতুন কমিটি গঠিত

সিকৃবি’র আমুস -এর নতুন কমিটি গঠিত

Published at মার্চ ১৪, ২০১৯

ডা. আবুল বাশার জুয়েল, সভাপতি (বামে) ও মো. সাব্বির মোল্লা, সাধারণ সম্পাদক (ডানে)

তাজুল ইসলাম (সিকৃবি): সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ (আমুস) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) কেন্দ্রীয় কমিটির অনুমোদিত ঘোষণা পত্রটি আমুস সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার হাতে এসে পৌঁছায়। নতুন কমিটিতে ডা. আবুল বাশার জুয়েলকে সভাপতি ও মো. সাব্বির মোল্লাকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

তাছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার (বীর মুক্তিযোদ্ধা) কে প্রধান উপদেষ্টা করে ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৩৭ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করা হয়। সিকৃবি’র আমুস -এর সাবেক কমিটির সভাপতি ড. শুভাশীষ রায় বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে ও মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যেকোনো চ্যালেঞ্জ শক্তভাবে মোকাবেলায় নবগঠিত কমিটি পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এই প্রত্যাশা করি।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের টিএসসি’তে এক ঘরোয়া সমাবেশে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয় ও পরে তা কেন্দ্রে অনুমোদন এর জন্য পাঠানো হয়।

This post has already been read 1890 times!