📍 ঢাকা | 📅 সোমবার, ৬ অক্টোবর ২০২৫

কৃষিমন্ত্রী ড.মো. আব্দুর রাজ্জাক এমপি’র শশুরের মৃত্যুতে শোক

সাবেক যুগ্মসচিব মোহাম্মদ শামসুদ্দিন

নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী ড.মো. আব্দুর রাজ্জাক এমপি’র শশুর, সাবেক যুগ্মসচিব মোহাম্মদ শামসুদ্দিন (৯২) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ মার্চ) সন্ধ্যা ৬.৪৫টায় ইম্তেকাল করে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের ছোট ছেলে রিয়ার এডমিরাল খালেদ ইকবাল এবং বড় ছেলে জাহিদ ইকবাল যুক্তরাষ্টের Iowa বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বড় মেয়ে শাহীন মোশারফ ভিকারুন্নেসা নুন স্কুলের প্রাক্তন শিক্ষক এবং ছোট মেয়ে শিরিন আক্তার বানু ঢাকার আবুজর গিফারী কলেজের প্রিন্সিপাল।

মরহুম মোহাম্মদ শামসুদ্দিন তার কর্মজীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৬৩ সালে ঢাকা মহকুমার (দক্ষিণ) এর

এসডিও পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ১৯৭৩-৭৪ সালে বৃহত্তর বরিশাল জেলার জেলা প্রশাসক ছিলেন।

কৃষি সচিব মো. নাসিরুজ্জামানসহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরম করুনাময় সৃষ্টিকর্তার নিকট তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত…