Sunday 28th of April 2024
Home / অন্যান্য / অর্থআত্মসাতের অভিযোগে বাকৃবির হিসাবরক্ষণ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

অর্থআত্মসাতের অভিযোগে বাকৃবির হিসাবরক্ষণ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

Published at আগস্ট ২৮, ২০১৭

মো. আরিফুল ইসলাম (বাকৃবি):
অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কোষাধ্যক্ষ কার্যালয়ের এক হিসাবরক্ষণ কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সরকারি অর্থ আত্মসাতের অপরাধে রবিবার ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কোষাধ্যক্ষ কার্যালয় সূত্রে জানা গেছে, বিল ও উৎসব ভাতার বেশ কয়েকটি হিসেবে প্রতারণার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা রাকিবুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বেতন, বিল ও উৎসব ভাতার বেশ কিছু বিলে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত বিল করেন রাকিবুল। এছাড়াও তিনি নিজের ক্ষেত্রেও মাসিক বেতন বিল ও উৎসব ভাতা হিসেবে প্রাপ্যতার চেয়ে অতিরিক্ত অর্থ গ্রহণ করেন।

বিলে গড়মিল দেখা গেলে, বিষয়টি খতিয়ে দেখতে অনুসন্ধানে নামে কোষাধ্যক্ষ। বিলে গড়মিলে রাকিবুল হাসানের নাম আসে। পরে তাকে জেরা করা হলে, সে সব দোষ স্বীকার করে ও ইচ্ছাকৃত অতিরিক্ত বিলের টাকা ফেরত দিতে সম্মত হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দিনকে মুঠোফোনে বেশ কয়েকবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

This post has already been read 3463 times!