শুক্রবার , সেপ্টেম্বর ২০ ২০২৪

ইঁদুর ছোট প্রাণি হলেও ওদের অনিষ্টতা ভয়াবহ- অ্যাড. তালুকদার মো. ইউনুস এম.পি

নাহিদ বিন রফিক (বরিশাল): ইঁদুরের হাত থেকে ফসল রক্ষার জন্য চাই সম্মিলিত প্রচেষ্টা। ইঁদুর ছোট প্রাণি হলেও ওদের অনিষ্টতা ভয়াবহ। যা খায় তার চেয়ে দশ গুণ কেটেকুটে নষ্ট করে। শুধু শস্যই নয়, পোশাক-পরিচ্ছদ, মূল্যবান কাগজপত্র, আসবাবপত্র, রাস্তা-ঘাট সব জায়গায় হানা দেয়। ক্ষতির তালিকায় কোনো কিছুই বাদ নেই। ওরা আমাদের জাতীয় শত্রু। তাই এ ভয়ঙ্কর প্রাণিকে নিধন করতেই হবে। ইঁদুর দমনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ব্যাপারে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। মঙ্গলবার (১৬ অক্টোবর) নগরীর খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক তুষার কান্তি সমদ্দার। বরিশাল সদরের কৃষি সম্প্রসারণ অফিসার মেহের মালিকার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিএই বরিশালের উপ-পরিচালক হরিদাস শিকারী, ঝালকাঠির উপ-পরিচালক শেখ আবু বকর সিদ্দিক, পিরোজপুরের উপ-পরিচালক আবু হেনা মো. জাফর, বরিশাল সদরের উপজেলা কৃষি অফিসার সাবিনা ইয়াসমিন, পিরোজপুর সদরের উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবীর প্রমুখ।

অনুষ্ঠান শেষে ইঁদুর দমনে অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার বিতরণ করা হয়। ১২ হাজার ৫শ’ ৭৬টি ইঁদুর মেরে বরিশালের গৌরনদী উপজেলার লেদু রায় কৃষক পর্যায়ে প্রথম পুরস্কার এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের মধ্য থেকে বরগুনার বেতাগি উপজেলার মো. মুহাসীন ৬ হাজার ৭শ’ ৮৯ টি ইঁদুর মেরে তিনিও প্রথম পুরস্কার অর্জন করেন।

এছাড়া ইঁদুরের ওপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। সভায় কৃষকসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, ব্রি, বারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের ১শ’ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 2344 times!

Check Also

করলা চাষে সফল তালতলীর কৃষক হালদার

বরগুনা সংবাদদাতা: দেশের দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী প্রত্যন্ত উপজেলা বরগুনার তালতলী। প্রাকৃতিক দুর্যোগ সেচ, লবনাক্ততা সহ রয়েছে …