Wednesday 1st of May 2024
Home / মৎস্য / বিরল প্রজাতির সুন্ধি কাছিম পদ্মা নদীতে অবমুক্ত

বিরল প্রজাতির সুন্ধি কাছিম পদ্মা নদীতে অবমুক্ত

Published at অক্টোবর ১৭, ২০১৮

রাজশাহী সংবাদদাতা: বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) রাজশাহী জেলার সভাপতি ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ এর উপস্থিতিতে শাহকৃষি তথ্য পাঠাগার নওগাঁ হতে উদ্ধারকৃত কচ্ছপ বুধবার (১৭ অক্টোবর) রাজশাহী টি-বাধ সংলগ্ন পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। ড. আরিফ আশা করেন, এই প্রাণীটি পদ্মা নদীতে তার বংশ বিস্তারে সক্ষম হবে।

বিভাগীয় বন কর্মকর্তা মো. জিল্লুর রহমান, বিবিসিএফ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, শাহকৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শাহ, বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির, ফরেষ্টার মো. আসরাফুল, ফরেষ্টার দেবাশীষ, অনিক, রাফি, মোয়াজেমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

This post has already been read 2151 times!