Saturday , June 14 2025

অচিরেই কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়ন করা হবে -কৃষি উপদেষ্টা

নারায়ণগঞ্জ সংবাদদাতা: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের কৃষি জমি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষায় অচিরেই কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়ন করা হবে।

উপদেষ্টা আজ (০৯ জুন) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের বিশনন্দী এলাকায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘অবৈধ দখলের কারণে দেশে কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। আবাসন প্রকল্পের নামে যেসব প্রতিষ্ঠান কৃষি জমিতে অবৈধভাবে বিলবোর্ড স্থাপন করেছে, সেগুলো দ্রুত অপসারণে জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

উপদেষ্টা আরও জানান, চলতি বছর বোরো মৌসুমে চালের চাহিদার তুলনায় ১৫ লাখ টন বেশি ধান উৎপাদিত হওয়ায় বিদেশ থেকে চাল আমদানির প্রয়োজন হবে না।

বারটানের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে উপদেষ্টা প্রতিষ্ঠানটির কম্পাউন্ড ভবনের পাশে নিজ হাতে একটি বৃক্ষরোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বারটানের পরিচালক রেহেনা আক্তার,  জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ  জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

এর আগে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা আড়াইহাজার থানার অস্থায়ী কার্যালয় ভবন পরিদর্শন করেন। সেখানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং জেলা পুলিশ সুপারকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

This post has already been read 66 times!

Check Also

উত্তম কৃষি চর্চার মাধ্যমে মানসম্মত ফসল উৎপাদন হবে- ডিএইর পরিচালক

নাহিদ বিন রফিক (বরিশাল):  উত্তম কৃষি চর্চার মাধ্যমে মানসম্মত ফসল উৎপাদন হবে। ফলে কৃষি পণ্যের …