
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে সারাবাংলা কৃষক সোসাইটির উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজ বাবুগঞ্জ উপজেলার মধ্য রাকুদিয়ায় অবস্থিত কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রিতা ব্রহ্ম। অনুষ্ঠানে বক্তারা কৃষিতে নারীর অবদান, পরিবারে সেবামূলক কর্মকান্ডে নারীর ভূমিকা এবং ডিজিটাল নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া নারীর আর্থ-সামাজিক মর্যাদা রক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করা হয়। এদিকে মাদারীপুর, রাজবাড়ি ও রংপুর জেলায় পৃথকভাবে অনুরূপ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রতি আয়োজনস্থল ছিল কমলা রঙে সাজানো হয় এবং পক্ষের সাথে সামঞ্জস্য রেখে রঙিন ব্যানার, ফেস্টুন, শ্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হয়। প্রতিটি স্থানে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে নারী নির্যাতন প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার করেন।
উল্লেখ্য, সারা বাংলা কৃষক সোসাইটি’র ১৩৫টি সদস্য উৎপাদী সংগঠন ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ৯ ডিসেম্বর রোকেয়া দিবস উপলক্ষ্যে নারীর অধিকার, মর্যাদা ও অগ্রগতির তাৎপর্য তুলে ধরা হবে। সমাপনী আলোচনা ও মানববন্ধনের মাধ্যমে ১৬ দিনব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে। এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নারী-পুরুষের সচেতনতা ও অংশগ্রহণ আরো বৃদ্ধি পাচ্ছে এবং পরিবার, সমাজ ও কৃষি উৎপাদনে নারীদের নিরাপত্তা, সম্মান ও নেতৃত্ব বিকাশে ইতিবাচক পরিবর্তন ঘটবে।

