
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এবং মাহবুবা রহমান দম্পত্তির দ্বিতীয় সন্তান ডা. তানবিন রুবাইয়া ইসলাম ইউমি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রদত্ত এমবিবিএস সার্টিফিকেট লাভ করেছেন।
সোমবার (০১ ডিসেম্বর) ডা. তানবিন এমবিবিএস সার্টিফিকেট পান। তিনি বগুড়া আর্মি মেডিকেল কলেজ থেকে ২০২৩ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এর আগে ২০২০ সালে প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এর বড় মেয়ে ডা. সুমাইয়া ইসলাম ইউকি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং ২০২২ সালে বিএমডিসি কর্তৃক প্রদত্ত এমবিবিএস সার্টিফিকেট লাভ করেন।
দুই মেয়ে ডাক্তার হওয়ার অনুভূতি ব্যক্ত করে প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, ডা. সুমাইয়া ইসলাম ইউকি এবং ডা. তানবিন রুবাইয়া ইসলাম ইউমি চাকরি জীবনে ভালো ডাক্তার হয়ে ওঠবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তারা ভবিষ্যতে উচ্চতর শিক্ষাগত ডিগ্রি অর্জনের পর মানবজাতি এবং তাদের মাতৃভূমির সেবা করার মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহর সেবা করবেন।

