
আমরা গভীর শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছি যে, Group QA এর সম্মানিত ফাউন্ডার চেয়ারম্যান জনাব কাজী এ এফ এম জয়নুল আবেদীন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গতকাল (৩০ নভেম্বর) বিকেল ৩:৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর প্রজ্ঞা, নেতৃত্ব ও দূরদৃষ্টির আলোতেই Group QA আজকের অবস্থানে পৌঁছেছে। তিনি ছিলেন আমাদের সকলের অনুপ্রেরণা, শক্তি ও পথপ্রদর্শক। তাঁর এই অপূরণীয় মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত।
তাঁর প্রথম জানাজার নামাজ আজ বাদ ইশা গুলশানের আজাদ জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং মরহুমের দ্বিতীয় জানাজা আগামীকাল বাদ যোহর কানিজ ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজ, মানিকগঞ্জে সম্পন্ন হওয়ার পর পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
সকল শুভানুধ্যায়ী, সহকর্মী ও সুহৃদয়ের প্রতি তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। -সংবাদ বিজ্ঞপ্তি

