Thursday , September 11 2025

ভূমি মালিকানা সার্টিফিকেট (CLO) চালুর বিষয়ে অস্ট্রেলিয়ার সহায়তা চাইলো বাংলাদেশ 

অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সরকারের গ্রাহক পরিষেবা এবং ডিজিটাল সরকার, জরুরি পরিষেবা এবং যুব বিচার মন্ত্রী মি.জিহাদ ডিব, এমপি এর সাথে আজ দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল।

বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে একটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, বিশেষ করে অংশ বিভাজনভিত্তিক ক্যাডাস্ট্রাল ডাটাবেজসম্বলিত ভূমি মালিকানার সার্টিফিকেট (Certificate of land ownership,CLO) প্রচলনের বিষয়ে আলোচনা হয়।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ১১ টায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর পার্লামেন্ট ভবনে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিউ সাউথ ওয়েলস এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিজিটাইজড জরিপ, ভূমি ব্যবহারের জন্য ভূমি জোনিং, ভূমি নিবন্ধন ইত্যাদি বিষয়ে নিউ সাউথ ওয়েলস এর সর্বোত্তম ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে আলোচনা হয়  এবং বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে এসকল আধুনিক প্রযুক্তিনির্ভর পদ্ধতি ব্যবহারের মাধ্যমে জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার বিষয়ে উভয় দেশ একমত পোষণ করে। আমাদের বৃক্ষরাজি ও জীববৈচিত্র রক্ষার ক্ষেত্রে ভূমি জোনিং মানচিত্র তৈরি অপরিহার্য এবং এক্ষেত্রে নিউ সাউথ ওয়েলসের ভূমি জোনিং প্রাকটিস বাংলাদেশের জন্য অনুকরণীয় হতে পারে মর্মে উপদেষ্টা আলী ইমাম মজুমদার আশাবাদ ব্যক্ত করেন। Department of Land Administration of Australia (DOLA) জনগণের যথাযথ ভূমি অধিকার নিশ্চিত করার জন্য ভূমি মালিকানা সার্টিফিকেট (CLO) প্রস্তুতের জন্য সুপারিশ করেছে। উপদেষ্টা আলী ইমাম মজুমদার বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকায়নে অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ সময় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর গ্রাহক পরিষেবা এবং ডিজিটাল সরকার, জরুরি পরিষেবা মন্ত্রী এবং তার প্রতিনিধি দলকে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রন জানালে তারা এতে সম্মতি জ্ঞাপন করেন।

বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যগণ ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়াম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী; অতিরিক্ত সচিব মিজ.সায়মা ইউনুস; যুগ্মসচিব জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম; ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) জনাব মোঃ মোমিনুর রশীদ এবং উপসচিব জনাব মোঃ শহীদুল ইসলাম।

This post has already been read 24 times!

Check Also

বরগুনায় কৃষি বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরগুনায় কৃষি বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৪ আগস্ট) শহরের …