Wednesday , September 3 2025

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টার একাডেমিক কাউন্সিলের বৈঠক পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে রাত ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীকে আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব স্থানীয় প্রশাসনের ওপর ন্যস্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক অস্থির পরিস্থিতির কারণে একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ প্রেক্ষিতেই সিন্ডিকেট সভায় কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার ফলে আগামীকাল থেকে সব ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে। শিক্ষার্থীরা হল ছাড়ার পর প্রশাসনের তত্ত্বাবধানে ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হবে।

This post has already been read 45 times!

Check Also

আধুনিক ডিজিটাল সার্টিফিকেটের যুগে সিকৃবি

সিকৃবি সংবাদদাতা: বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রির প্রভিশনাল সার্টিফিকেটসমূহ ক্যালিওগ্রাফি …