Wednesday , September 3 2025

শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে -সিকৃবি ভিসি

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) কর্তৃক লেভেল-১, সেমিস্টার-১ এর “শিক্ষার্থীদের ফলাফল ভিত্তিক শিক্ষা” (ওবিই) “Outcome Based Education” (OBE) ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ আগস্ট (রবিবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, “Outcome Based Education (OBE) হলো সময়োপযোগী একটি কার্যক্রম। কেবল পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞান যথেষ্ট নয়, এর বাস্তবিক প্রয়োগ করার সক্ষমতা তৈরি ও শেখা জরুরী। একাডেমিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ হলো এমন শিক্ষার্থী তৈরি করা, যারা জাতীয় পর্যায়ে যেমন অবদান রাখতে পারবে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের দক্ষতার পরিচয় দিতে সক্ষম হবে। এজন্য আমরা শিক্ষা ও গবেষণাকে পাশাপাশি রেখে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিচ্ছি।”

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের জন্য এই ওরিয়েন্টেশনে একটি মাইলফলক হয়ে থাকবে। শুরু থেকেই শিক্ষার্থীরা যদি Outcome Based Education (OBE) এর ধারণা নিয়ে এগিয়ে যায়, তাহলে তারা ভবিষ্যতে শুধু দেশের নয়, আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হবে।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. রুহুল আমিনের সঞ্চালনায় এবং পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ এবং রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল আলম।

This post has already been read 391 times!

Check Also

আধুনিক ডিজিটাল সার্টিফিকেটের যুগে সিকৃবি

সিকৃবি সংবাদদাতা: বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রির প্রভিশনাল সার্টিফিকেটসমূহ ক্যালিওগ্রাফি …