📍 ঢাকা | 📅 রবিবার, ৫ অক্টোবর ২০২৫

দেশে পৌঁছেছে ইউক্রেনের সাড়ে ৫২ মেট্রিক টন গম

নিজস্ব প্রতিবেদক: উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ইউক্রেন থেকে আমদানিকৃত ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে MV.ENJOY PROSPERITY জাহাজটি আজ (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টায় চট্টগ্রাম বন্দরের বাহি:নোঙ্গর কুতুবদিয়ায় পৌঁছেছে -নিশ্চিত করেছে খাদ্য মন্ত্রণালয় সূত্র। এটিই বর্তমান অন্তর্বর্তীকালীন  সরকারের আমলে  বিদেশ থেকে আমদানিকৃত খাদ্য শষ্যের প্রথম চালান।

জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের কাজ শুরু হবে।

জাহাজে রক্ষিত গমের মধ্যে ৩১ হাজার ৫ শত মেট্রিক টন চট্টগ্রামে বন্দরে  খালাসের পর অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। চট্টগ্রাম বন্দরে গম খালাসের জন্য আনুমানিক দশ দিন সময় লাগতে পারে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন