Sunday , August 31 2025

বরিশাল সদরে বিনাধান ২০’র মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল সদরে বিনাধান ২০’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ ডিসেম্বর) উপজেলার পতাংয়ে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিনার গবেষণা সমন্বয়ক ড. মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন।

উপসহকারী কৃষি কর্মকর্তা মিলন চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদ আল নূর, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, বিনার ফার্ম ম্যানেজার মৃনাল কুমার শীল, প্রদশর্নী চাষি মো. হাসান, কৃষক মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে অর্ধশতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে প্রধান অতিথি বলেন, বিনা ধান২০ জিংকসমৃদ্ধ উচ্চফলনশীল আমনের জাত। এতে অধিক পরিমাণ আয়রণও আছে। এছাড়া ভাতকে ঝরঝরে রাখার উপাদান অ্যামাইলোজ রয়েছে যথেষ্ট পরিমাণ। বন্যা কিংবা ভারী বৃষ্টিপাতের কারণে ধানের চারা রোপণে বিলম্বিত হলে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত এ জাতের চারা লাগানো যায়। জাতটি স্বল্পকালীন হওয়ায় ধান কেটে রবিফসল আবাদে কোনো অসুবিধা হয় না। তাই দক্ষিণাঞ্চলে এই ধান চাষে রয়েছে বেশ সম্ভবনা।

This post has already been read 4245 times!

Check Also

ধামরাই উপজেলায় সাপ্তাহিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (২৬ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধামরাই এর আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে …