Sunday 28th of April 2024
Home / শিক্ষাঙ্গন / সিকৃবিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিকৃবিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Published at জুন ১, ২০২৩

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। সিকৃবির রেজিস্ট্রার ও আহবায়ক, কোর কমিটি এবং ফোকাল পয়েন্ট, নৈতিকতা কমিটি মো. বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিকৃবির অতিরিক্ত পরিচালক ও এপিএ ফোকাল পয়েন্ট মুহাম্মদ রোশন আলী।

কর্মশালায় এপিএ প্রস্তুতি, পরিবীক্ষণ মূল্যায়ন ও প্রমাণক সংরক্ষণ এবং এপিএমএস সফট্ওয়্যার সম্পর্কে ধারণা, সিটিজেন চার্টার কর্মপরিকল্পনা বাস্তবায়ন, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন, তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন, গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন, মূল্যায়ন ও প্রমাণক সংরক্ষণ বিষয়ে ইউজিসির প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন। উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালায় সিকৃবির ৪০ জন শিক্ষক, কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 1368 times!