📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

দেশব্যাপী ইয়ামাহা রাইডারস্ ক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইয়ামাহা রাইডার্স ক্লাব, ইয়মাহা মোটরসাইকেলস রাইডারদেরকে নিয়ে গঠিত একটি সংগঠন। দেশের প্রতিটি জেলায় এই মোটরসাইকেল ক্লাবের শাখা রয়েছে এবং দেশব্যাপী এদের রয়েছে প্রায় সাড়ে ৬ হাজার এর বেশি নিবন্ধিত সদস্য। ক্লাবের সদস্যরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ইতিবাচক সামজিক কার্মকান্ডে অংশগ্রহণ করে থাকে।

এরই ধারাবাহিকতায় এবছর অনেক বড় পরিসরে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে ক্লাবটি। যেখানে সমগ্র বাংলাদেশ থেকে ইয়ামাহা রাইডারস্ ক্লাবের মোট ১৭০ জন প্রতিযোগী ৮৫টি টিমে ভাগ হয়ে অংশগ্রহণ করে। মোট ৪৫ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয় অংশগ্রহণ করে। গত ১২ ফেব্রুয়ারী  ২০২৩, ঢাকার তেজগাঁও-এ অবস্থিত বিজি প্রেস মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার ফাইনাল খেলা। খেলায় কুমিল্লা ইয়ামাহা রাইডারস্ ক্লাব টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী ইয়ামাহা রাইডারস্ ক্লাব টিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরস এর নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস। তিনি বিজয়ী টিমকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন এসিআই মটরস এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

-সংবাদ বিজ্ঞপ্তি

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত…