Saturday , May 24 2025

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কৃষিতে করণীয়

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কৃষিতে যেসব বিষয় করতে হবে তা হলো-

  • বোরো ধান ৮০% পরিপক্ক হলে দ্রুত সংগ্রহ করে ফেলুন।
  • মুগডাল পরিপক্ক হলে সংগ্রহ করে ফেলুন।
  • নিরাপদ স্থানে কর্তিত ফসল সরিয়ে নিতে না পারলে , জমিতে কাটা ফসলের গাদা তৈরি করুন এবং পলিথিন দিয়ে ঢেকে রাখুন যাতে প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতি না হয়।
  • যত তাড়াতাড়ি সম্ভব পরিপক্ক সবজি ও ফল সংগ্রহ করুন।
  • সেচ নালা পরিষ্কার রাখুন যাতে ফসলের জমিতে পানি জমে না থাকে।
  • জমির আইল উঁচু করে দিন যাতে পানির স্্েরাতে দন্ডায়মান ফসল ক্ষতিগ্রস্ত না হয়।
  • সেচ সার, বালাইনাশক প্রয়োগ বন্ধ রাখুন।
  • খামারের সমস্ত পণ্য নিরাপদ স্থানে রাখুন।
  • আখের দন্ডায়মান ঝাড় বেঁধে রাখুন, ফল গাছ বিশেষ করে কলা গাছের জন্য খুঁটির ব্যবস্থা করুন।
  • পুকুরের চারপাশে জাল দিয়ে ঘিরে রাখুন যাতে ভারী বৃষ্টির কারণে মাছ বের হয়ে যেতে না পারে।
  • গবাদিপশু এবং হাঁস-মুরগি নিরাপদ এবং শুকনো জায়গায় রাখতে হবে।
  • ছোট ছোট ফল গাছে খুঁটির ব্যবস্থা করুন।

বিস্তারিত তথ্যের জন্য উপজেলা কৃষি অফিস বা উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিন। অথবা আরো তথ্যের জন্য www.ais.gov.bd, www.dae.gov.bd, www.bari.gov.bd, www.bmd.gov.bd সহ অন্যান্য কৃষি বিভাগের ওয়েবসাইট ব্যবহার করুন।

This post has already been read 4210 times!

Check Also

কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা, ৭ দিনে বর্জ্য অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার যৌথ …