📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

ধলেশ্বরী নদীতে ৫ হাজার কেজি জাটকা আটক

নিজস্ব প্রতিবেদক: অভিযান পরিচালনা করে ৫ হাজার কেজি জাটকা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে বাহিনী (স্টেশান পাগলা) কর্তৃক যাত্রীবাহী এম ভি ফারহান-৫ লঞ্চে অভিযান চালিয়ে এসব জাটকা আটক করে। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন কাঠপট্টি এলাকার ধলেশ্বরী নদীতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নাই।

পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো নির্বাহী মেজিস্ট্রেট এবং উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার উপস্থিতে স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়োমিত অভিযান অব্যাহত থাকবে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন