Saturday , August 2 2025

হাইজেনিয়ার হালাল মাস্ক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শিল্প উদ্যোক্তা ওয়াহেদুর রহমানের উদ্যোগে মালয়েশিয়ায় তৈরি হচ্ছে হাইজেনিয়া হালাল মাস্ক। এর নমুনা কপি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র কাছে হস্তান্তর করা হয়েছে। কোম্পানির পক্ষে মাঈনুদ্দিন খোকন আজ (০৩ ডিসেম্বর) ঢাকায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র সরকারি বাসভবনের অফিস কক্ষে বাণিজ্যমন্ত্রীর কাছে এ মাস্ক এর নমুনা হস্তান্তর করেন। এ হাইজেনিয়ার হালাল মাস্ক বাংলাদেশসহ পৃথিবীর প্রায় ২২টি দেশে বাজারজাত করা হচ্ছে। এটি মালয়েশিয়া সরকারের অনুমোদিত এবং আইএসও সনদ প্রাপ্ত হালাল মাস্ক। বাংলাদেশের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে হাউজেনিয়া হালাল মাস্ক তৈরীতে।

উল্লেখ্য, শিল্প উদ্যোক্তা ওয়াহেদুর রহমান মালয়েশিয়ায় বাংলাদেশের কাঁচামাল দিয়ে শিল্প কারখানা গড়ে তুলেছেন। তিনি হালাল ফুড তৈরীর জন্য প্রতি বছর বাংলাদেশ থেকে পাঁচ শত কোটি টাকা মূল্যের কৃষি ফুড এন্ড বেভারেজ আমদানি করে থাকেন। মালয়েশিয়ায় স্থাপিত ফ্যাক্টরিতে বাংলাদেশের প্রায় ১২ শতকর্মী কাজ করার সুযোগ পাচ্ছেন।

This post has already been read 4887 times!

Check Also

ওএমএস ও টিসিবি’র নতুন ডিলার নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি

চট্টগ্রাম সংবাদদাতা: খাদ্য বিভাগের খোলা বাজারে খাদ্যশস্য বিক্রির (ওএমএস) ও ট্রেডিং করপোরেশনে অব বাংলাদেশ (টিসিবি) …