Friday , May 23 2025

দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪, নতুন আক্রান্ত ৬

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।

এছাড়া নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ছয়জন। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ছয়জনের একজন মারা গেছেন। সত্তরোর্ধ্ব ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে (অন্য রোগে) চিকিৎসা নিচ্ছিলেন।

আইইডিসিআরের পরিচালক বলেন, নতুন ছয়জন নিয়ে আক্রান্তের সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে একজন সৌদি ফেরত ওমরাহ’র যাত্রী রয়েছেন। বাকিরা দেশে থাকা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।

তিনি আরও জানান, নিশ্চিত আক্রান্ত ও সন্দেহভাজন আক্রান্ত ৪০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন আরও ৪৬ জন।

মীরজাদী সেব্রিনা বলেন, নতুন করে গত ২৪ ঘণ্টায় ৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে সর্বমোট ৭১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর করোনা সংক্রান্ত ১৭০০টি কল রিসিভ করেছে।

This post has already been read 4055 times!

Check Also

বরিশালে পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বসতবাড়ির আঙিনায় স্থাপিত বাগানের মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ কৃষিতে উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার …