
আব্দুল কইউম (পাবনা) : “জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) পাবনায় বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ পালন করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ সকালে প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডা. কৃষ্ণ মোহন হালদার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. সেলিম হোসেন শেখ এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার এম. জাহিদ কামাল। জলাতঙ্ক বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (পাবনা সদর) আব্দুল কাদির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন (পাবনা সদর) ডা. মো. ওয়ালিউল হোসেন।
আলোচনায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। সময়মতো টিকা প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। এ জন্য সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, সাতদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পোষা প্রাণীকে বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হবে।
অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পশু চিকিৎসক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।