নিজস্ব প্রতিবেদক: ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত UN Food System Summit (UNFSS+4)-এর একটি সাইড ইভেন্টে অংশ নিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, “বাংলাদেশের লক্ষ্য হলো এমন একটি খাদ্য ব্যবস্থা গড়ে তোলা, যা সবার জন্য ন্যায্য, টেকসই ও পুষ্টিকর।”
মঙ্গলবার (২৯ জুলাই) The Global Alliance for Improved Nutrition (GAIN)-এর আয়োজনে এই আলোচনায় তিনি বলেন, “বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং একটি পুষ্টিনির্ভর নীতি গ্রহণ করেছে, যা অন্য অনেক দেশের জন্য উদাহরণ হতে পারে। তবে এখনো কিছু বড় চ্যালেঞ্জ রয়ে গেছে—কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, খাদ্যের অপচয় কমানো সম্ভব হয়নি, আর লবণাক্ততা, খরা ও বন্যার মতো পরিবেশগত হুমকিও বাড়ছে।”
তিনি জানান, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে খুব বেশি সময় নেই। তাই এখনই খাদ্য ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন জরুরি।
খাদ্য উপদেষ্টা আরও বলেন, “জ্ঞান, প্রযুক্তি আর অভিজ্ঞতা বিনিময়ের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে একসাথে কাজ করতে প্রস্তুত। আমাদের ‘3FS’ উদ্যোগ এই অঞ্চলের জন্য একটি উদাহরণ হতে পারে।”
তিনি বলেন, “খাদ্য ব্যবস্থার রূপান্তর শুধু কী চাষ করব তা নিয়ে নয়—এটি আমাদের জনগণকে পুষ্টি দেয়, পরিবেশ রক্ষা করে এবং কৃষকদের শক্তিশালী করে তোলে। বাংলাদেশ এই কাজকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সবশেষে তিনি সবাইকে আহ্বান জানান—“কথা নয়, এখন কাজে নামার সময়। নীতিকে বাস্তবতায়, প্রতিশ্রুতিকে অগ্রগতিতে রূপ দিতে হলে বাংলাদেশকে সঙ্গী করুন।”