Thursday , May 22 2025

খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণায় শক্তিশালী ভূমিকা রাখবে বারটান

নারায়ণগঞ্জ (আড়াইহাজার): খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ জনশক্তি সৃজন, পুষ্টিহীনতা দূরীকরণ, বেকার সমস্যা সমাধান ও স্বকর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনে শক্তিশালী ভূমিকা রাখবে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) বলে আশাবাদ ব্যাক্ত করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এম.পি।

রোববার (৯ ফেব্রুয়ারি) কৃষিমন্ত্রী নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলায় বাংলাদেশ ফলিত পুষ্টি বারটান -এর নব নির্মিত সদর দপ্তরের সম্মেলন কক্ষে পরিচালনা বোর্ডের ১৬তম সভায় এ আশাবাদ ব্যাক্ত করেন। বারটার্নের নির্বাহী পরিচালক ঝর্না বেগম সভা পরিচালনা করেন। এ সময় তিনি নিয়মিত পরিচালনা বোর্ডের সভা করার তাগিদ দেন।

সভায় বোর্ডর সদস্য সংসদ সদস্য মো. আব্দুল আজিজ,কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান অপু,কমলা রঞ্জন দাশ,অর্থ বিভাগের অতিরিক্ত সচিব,খাদ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, কৃষি উন্নয়ন কর্পোরেশন এর চেয়ারম্যান,বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকসহ বোর্ডের অন্যান্য সদস্য এবং স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)। ফলিত পুষ্টি বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণের আঞ্চলিক এবং বৈশ্বিক পীঠস্থান (Center of Excellence) হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহান জাতীয় সংসদে ‘বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আইন-২০১২’ পাশ হয় এবং ১৯ জুন, ২০১২  তারিখে ২০১২ সালের ১৮ নং আইন হিসেবে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়।

This post has already been read 4867 times!

Check Also

সিলেটে ফ্রিপ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সিলেট অঞ্চল, সিলেট কর্তৃক আয়োজিত ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিস্ট্যান্টস প্রকল্প (ফ্রিপ) …