Sunday , June 15 2025

রাজশাহীতে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত

মো. এমদাদুল হক (রাজশাহী) : আজ বুধবার (২১ মে) সকাল ১০টায় রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে খরিপ-২/২০২৫-২৬ মৌসুমের কর্মপরিকল্পনা নিয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. আজিজুর রহমান। এতে রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা, বেসরকারি কৃষি উদ্যোক্তা ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় উল্লিখিত জেলার খরিপ-২ মৌসুমের কর্মপরিকল্পনার উপস্থাপনা ও বিস্তারিত বিশ্লেষণ করা হয়। এতে কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিএডিসি, বীজ প্রত্যয়ন এজেন্সি, বিএমডিএ, হর্টিকালচার সেন্টার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এবং কৃষি তথ্য সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকৌশল উপস্থাপন করা হয়।

সভাপতির বক্তব্যে কৃষিবিদ ড. মো. আজিজুর রহমান বলেন, “নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল উৎপাদনের মাধ্যমে জমির অপচয় রোধ, বাজার নিয়ন্ত্রণ ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব। গবেষণা প্রতিষ্ঠানগুলোকে অধিক ফলনশীল, রোগবালাই প্রতিরোধী ও উন্নত জাত উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে, যাতে কৃষক-কৃষাণীরা এসব জাত চাষ করে লাভবান হতে পারেন।”

তিনি আরও বলেন, “কর্মসংস্থান সৃষ্টি ও কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে কৃষি কার্যক্রম সম্প্রসারণে সকলে মিলে কাজ করতে হবে। সভায় খাদ্য উৎপাদন, বিপণন ও কৃষির সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনাও অনুষ্ঠিত হয়।

This post has already been read 276 times!

Check Also

বরিশালে কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বরিশাল মেট্টোপলিটন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের …