Sunday , June 15 2025

ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

আসাদুল্লাহ (ফরিদপুর) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের উদ্যোগে বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) ফরিদপুর নগরীর খামারবাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা গোপালগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন অর রশিদ। এছাড়াও বক্তব্য দেন রাজবাড়ীর উপপরিচালক কৃষিবিদ ড. মো. শহিদুল ইসলাম, শরিয়তপুরের উপপরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন, গোপালগঞ্জের উপপরিচালক আঃ কাদের সরদার, হর্টিকালচার সেন্টার মাদারীপুরের উপপরিচালক আশুতোষ বিশ্বাস, হর্টিকালচার সেন্টার ফরিদপুরের উপপরিচালক বিন-ইয়ামিন এবং হর্টিকালচার সেন্টার রাজবাড়ীর উপপরিচালক এস এম সালাউদ্দিন।

সভায় বক্তারা কৃষকদের কল্যাণে কৃষি প্রদর্শনী কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। কৃষি সেবা কার্যক্রম আরও গতিশীল করতে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ সব দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করার আহ্বান জানান হয়।

এ সভায় ফরিদপুর অঞ্চলের কৃষি বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 396 times!

Check Also

বরিশালে কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বরিশাল মেট্টোপলিটন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের …