📍 ঢাকা | 📅 রবিবার, ৫ অক্টোবর ২০২৫

বরিশালের রহমতপুরে ড্রাগনফলের ওপর মাঠদিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল):  আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের আয়োজনে ড্রাগনফলের উৎপাদন প্রযুক্তির ওপর কৃষক মাঠদিবস মঙ্গলবার (২৩ জুলাই) বরিশালের রহমতপুস্থ আরএআরএসক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম।

প্রধান অতিথি বলেন, ড্রাগন অত্যন্ত আকর্ষণীয় ফল। খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টি ও ভেষজগুণেও ভরপুর। জায়গা লাগে কম। একবার গাছ রোপণ করে ২০-৩০ বছর পর্যন্ত ফল পাওয়া যায়। শোভা বর্ধনকারী উদ্ভিদ হিসেবেও পরিচিত। ফলের বাজার মূল্য বেশি। তাই চাষাবাদে বেশ লাভজনক। বর্তমানে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, শ্রীলঙ্কা, ইসরাইল, নিকারাগুয়া, অষ্ট্রেলিয়া ও আমেরিকাসহ পৃথিবীর অনেক দেশে বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে। আামাদের দেশেও রয়েছে যথেষ্ট সম্ভাবনা।

বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিমুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা অঞ্জন কুসার দাস প্রমুখ।

উদ্যানতাত্তি¡ক ফসলের গবেষণা জোরদারকরণ এবং চর এলাকায় উদ্যান ও মাঠফসলের প্রযুক্তি বিস্তার প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ মাঠদিবসে শতাধিক কৃষাণ-কৃষাণী  অংশগ্রহণ করেন।

 

 

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন