Tuesday 7th of May 2024
Home / মৎস্য / পবিপ্রবি’তে মৎস সপ্তাহ উৎযাপিত

পবিপ্রবি’তে মৎস সপ্তাহ উৎযাপিত

Published at জুলাই ২৪, ২০১৯

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): ‘মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উৎযাপিত হয়েছে। মাৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ১০টায় অত্র অনুষদের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. লোকমান আলীর সভাপতিত্বে অত্র র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। মাৎস্যবিজ্ঞান অনুষদের সামনে থেকে র‌্যালিটি যাত্রা শুরু করে নীল কমল লেকের পাড়ে এসে শেষ হয়। এ সময় নীল কমল লেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন।

This post has already been read 2408 times!