Tuesday , September 9 2025

হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের নতুন কমিটি গঠন

হাবিপ্রবি (দিনাজপুর) : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক ফোরামের বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়া এ সংগঠনটি ১৩-তম বছরে পদার্পন করলো।

কাউন্সিলে অধ্যাপক ড. বলরাম রায় সভাপতি এবং অধ্যাপক ড. মো. হারুণ-উর-রশীদ সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্যের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন সাবেক উপাচার্য, অনুষ্ঠান ও বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিন। সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বলরাম রায়ের উদ্বোধনী বক্তব্যে ও সহ-সম্পাদক অধ্যাপক মো. মামুনুর রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. আনিস খান, অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. হারুন-উর-রশীদ, অধ্যাপক ড. মো. নাজিমউদ্দিন, অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার, অধ্যাপক ড. ফেরদৌস মেহবুব, মো. আব্দুর রশীদ, ড. ইয়াসিন প্রধান, মো. শাহীন আলম, কৃষ্ণ চন্দ্র রায়, রায়হানুল হক, মো. মাইনউদ্দীন আহমেদ প্রমুখ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আনিস খান, অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম, মো. আব্দুর রশীদ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফেরদৌস মেহবুব, সহ-কোষাধ্যক্ষ মাইনউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আদিবা মাহজাবীন নিতু, হাসান জামিল জেনিথ, প্রচার সম্পাদক কৃষ্ণ চন্দ্র রায়, সহ-প্রচার সম্পাদক সাবরিনা মোস্তাফিজ, সাংস্কৃতিক সম্পাদক ড. আজিজুল হক, সহ-সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক উলফাত জাহান লিথি, সমাজকল্যান সম্পাদক মোজাফ্ফর হোসেন, সহ-সমাজকল্যান সম্পাদক নাহিদ সুলতান, দপ্তর সম্পাদক রনী কুমার দত্ত, আইটি সম্পাদক মাসুদ ইবনে আফজাল, সহ-আইটি সম্পাদক পলাশ উদ্দিন।

This post has already been read 6897 times!

Check Also

উন্নয়নশীল দেশে উত্তরণে প্রস্তুত নয় বাংলাদেশ- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে …