Thursday , May 22 2025

এখন আর না খেয়ে থাকার মানুষ নেই

নাহিদ বিন রফিক (বরিশাল): এখন আর না খেয়ে থাকার মানুষ নেই। তবে সুপ্ত ক্ষুধার পাশাপাশি দরকার নিরাপদ খাবারের নিশ্চিকরণ। আর তা বাস্তবায়নে কৃষি মন্ত্রণালয় এবং এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করছে। মঙ্গলবার (২৫ জুন) বিএডিসির সম্মেলনকক্ষে দিনব্যাপি এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় ব্রির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এসডিজি হচ্ছে উন্নয়নের পথনির্দেশক। আমরা সে লক্ষে অবশ্যই পৌঁছাবো। টেকসই উন্নয়ন অভিষ্ট’র সাথে কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা ও করণীয় শীর্ষক এ সেমিনারে মূলপ্রবন্ধক ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি প্রধান এস. এম. ইমরুল হাসান।

বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. তাওফিকুল আলম, বরিশালের উপপরিচালক হরিদাস শিকারী, ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক, পিরোজপুরের উপপরিচালক আবু হেনা মো. জাফর, বিএডিসির যুগ্ম পরিচালক ড. মো. মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী প্রমুখ।

সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 3971 times!

Check Also

ডা. নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা চিকিৎসক- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

চট্টগ্রাম সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম ছিলেন …