Thursday , May 1 2025

বর্ণিল আয়োজনে সিকৃবিতে বৈশাখী উৎসব

তাজুল ইসলাম (সিকৃবি প্রতিনিধি): বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। রবিবার (১৪ এপ্রিল) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বরণ করা হয় বাংলা নববর্ষকে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে নববর্ষ উপলক্ষে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। পুরো ক্যাম্পাস ভরে যায় নতুন অতিথিদের আগমনে। মঙ্গল শোভাযাত্রা শেষে বৈশাখী চত্ত্বরে অনুষ্ঠিত মেলার স্টল পরিদর্শন করেন সিকৃবি উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক, আয়োজক কমিটি ও সিকৃবি ছাত্রলীগ।

মেলায় সিকৃবি’র শিক্ষার্থী মূরহুম ঘোরী মো: ওয়াসিমের স্মৃতিচারণে স্টলের আয়োজন করা হয়। সংগ্রহ করা হয় ওয়াসিম কে ঘীরে সুখ দুঃখের গল্প।

This post has already been read 4101 times!

Check Also

সিকৃবিতে আন্ত: লেভেল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ২৬ তম ব্যাচ

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি অনুষদীয় আন্ত: লেভেল বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ২৭ তম …