Thursday , August 21 2025

বাকৃবি’র দ্রুততম মানব জয়

মো. আরিফুল ইসলাম (বাকৃবি): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি’র) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এ দ্বিতীয় বারের মতো বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তারিক জামান জয়। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের লেভেল-৩ সেমিস্টার-১ এর শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের আবাসিক ছাত্র।

জানা যায়, বাকৃবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দ্রুততম মানব ও দ্বিতীয় বারের মত বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তারিক। ১০০ মিটার দৌড়ে প্রথম, ২০০ মিটার দৌড়ে দ্বিতীয়, ৪০০ মিটার দৌড়ে প্রথম (৪০০) রিলে দৌড়ে প্রথম হয়েছেন তিনি।

তারিক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার অনেক চাপ থাকায় নিয়মিত অনুশীলন করতে পারি না। তবুও লেখাপড়ার ফাঁকে ফাঁকে অনুশীলন চালিয়ে যাবেন তিনি। জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের ইচ্ছা আছে তার।

This post has already been read 5282 times!

Check Also

সার্ক কৃষি কেন্দ্রের পরামর্শ সভায় কৃষি রূপান্তরে নতুন দিশা

নিজস্ব প্রতিবেদক: সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনব্যাপী একটি ভার্চুয়াল পরামর্শ সভায় দক্ষিণ এশিয়ার কৃষি …