Saturday , August 23 2025

বাকৃবি’তে রোটার‌্যাক্ট ক্লাবের ইফতার মাহফিল

জাহিদ হাসান (বাকৃবি): ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার‌্যাক্ট ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) ডরমেটরিতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

রাজিয়া সুলতানা মোনালিসার সভাপতিত্বে ও সাখাওয়াত হোসেন আপেলের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জিটিআইয়ের পরিচালক এ কে এম রফিকুল ইসলাম, সাবেক পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিব, পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলেয়া ফেরদৌসী, প্রভাষক মো. রাসেল প্রমুখ।

এছাড়াও ক্লাবের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা এই  ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

This post has already been read 4298 times!

Check Also

সার্ক কৃষি কেন্দ্রের পরামর্শ সভায় কৃষি রূপান্তরে নতুন দিশা

নিজস্ব প্রতিবেদক: সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনব্যাপী একটি ভার্চুয়াল পরামর্শ সভায় দক্ষিণ এশিয়ার কৃষি …