Saturday , August 23 2025

ডিপ্লোমা ইন লাইভস্টক থেকে চিকিৎসা কোর্স বাতিলের দাবিতে পবিপ্রবি’তে মানববন্ধন

ইফরান আল রাফি (পবিপ্রবি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “ডিপ্লোমা ইন লাইভস্টক” সিলেবাস থেকে ভেটেরিনারি সায়েন্স এর সম্পূর্ণ চিকিৎসা কোর্স বাতিলের দাবিতে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন (ভিএসএ) এর উদ্যোগে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (২০ মে) দুপুরে আয়োজিত উক্ত মানববন্ধনে যৌক্তিক দাবির সাথে একাত্মতা ঘোষণা করে উপস্থিত ছিলেন ভিএসএ -এর কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. অসীত কুমার পাল ও প্রভাষক ডা. মোস্তাফিজুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন ভিএসএ -এর ভিপি দ্বীপ রতন ঘোষ, সাধারণ সম্পাদক মো. মোর্শেদ আলম নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস, মো. আতিকুর রহমান মিলন, স্বতসিদ্ধ রায় কপিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসানসহ প্রমুখ।

মানববন্ধনে ডিপ্লোমা ইন লাইভস্টক কোর্স নিয়ে ড. অসীত কুমার পাল বলেন, ভেটেরিনারি জন্য এ কোর্স খুবই ক্ষতিকারক যা কোন ভাবেই মেনে নেয়া যায় না। তিনি দ্রুত এই কোর্স থেকে ভেটেরিনারি চিকিৎসা রিলেটেড সকল কোর্স বাতিলের জোর দাবী জানান।

This post has already been read 4660 times!

Check Also

সার্ক কৃষি কেন্দ্রের পরামর্শ সভায় কৃষি রূপান্তরে নতুন দিশা

নিজস্ব প্রতিবেদক: সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনব্যাপী একটি ভার্চুয়াল পরামর্শ সভায় দক্ষিণ এশিয়ার কৃষি …