Wednesday , August 27 2025

ডিপ্লোমা কৃষিবিদদের অর্থ প্রতিমন্ত্রীর সাথে সৌজন্যে সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি: অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান সাহেবের সাথে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ খামার বাড়ি ইউনিট শাখার সাধারণ সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ মো. হাসানুর রহমান খান বকুল এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২৭ মার্চ) সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২০১৩ সনের ২৩ অক্টোবর তারিখে ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেডে বেতন স্কেল উন্নীতের ঘোষণা প্রধানমন্ত্রী এবং সেটি আজও বাস্তবায়িত না হওয়ায় ডিপ্লোমা কৃষিবিদবৃন্দ হতাশায় দিনাতিপাত করছেন বলে প্রতিনিধি দল অর্থ প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

অনতিবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য মাননীয় অর্থ প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অর্থ প্রতিমন্ত্রী এ বিষয় নিয়ে খুব দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশ্বাস প্রদান করেন। প্রতিনিধি দলের সাথে তেজগাঁও ইউনিটের ডিপ্লোমা কৃষিবিদ মো. সারওয়ার হোসেন ও সিরাজদিখান উপজেলার সদস্য সরকার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

This post has already been read 8860 times!

Check Also

উন্নয়নশীল দেশে উত্তরণে প্রস্তুত নয় বাংলাদেশ- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে …