Wednesday 27th of September 2023
Home / সংগঠন ও কর্পোরেট সংবাদ / আমান ফিডের উদ্যোগে নীলফামারীতে ‘আধুনিক খামার গড়ি’ শীর্ষক সেমিনার

আমান ফিডের উদ্যোগে নীলফামারীতে ‘আধুনিক খামার গড়ি’ শীর্ষক সেমিনার

Published at মার্চ ২২, ২০২২

গোলাম মুরতুজা হোসেন (বিরামপুর, দিনাজপুর) : আমান ফিড এর উদ্যোগে মঙ্গলবার  (২২মার্চ)  নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় উত্তরাঘঞ্চরের খামারিদের নিয়ে দিনব্যাপী আধুনিক খামার গড়ি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‘আধুনিক খামার গড়ি শীর্ষ‘ সেমিনারে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, বিরামপুর উপজেলার প্রায় ৩০০ খামারি অংশ নেন। এতে উপস্থিত ছিলেন আমান গ্রুপের জি এম ডা. শাহাবুদ্দিন আহমেদ, এজিএম কাজী শহিদুজ্জামান, সিনিয়র ম্যানেজার ডা. সালাউদ্দিন, ডা. বিলাশ চন্দ্র, ডা. অনুকুল রায়, মো. মনোয়ার, মো. হাব্বিব, মো.আশিকুর।

সেমিনারে খামারিদের প্রশিক্ষণ দেন আমান ফিডের  ডা. সালাউদ্দিন।

This post has already been read 2224 times!