Friday 29th of March 2024
Home / ট্যুরিজম / ফুলের রাজ্য গদখালীতে বশেরমুরবিপ্রবি’র কৃষি বিভাগের শিক্ষাসফর

ফুলের রাজ্য গদখালীতে বশেরমুরবিপ্রবি’র কৃষি বিভাগের শিক্ষাসফর

Published at মার্চ ৩, ২০১৯

সাব্বির বিন আশ্রাফ (বশেরমুরবিপ্রবি প্রতিনিধি): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিভাগ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের পানিসাড়া গ্রামে কৃষিবিষয়ক ফুল ও শোভাবর্ধনকারী উদ্ভিদের চাষের রাজ্যে শিক্ষাসফরের আয়োজন করে। উদ্যানতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক কৃষিবিদ আহসান সৌরভ বলেন, মূলত শিক্ষা সফরটি উদ্যানতত্ত্ব বিষয় সম্পৃক্ত ফুল ও শোভাবর্ধনকারী উদ্ভানতত্ত্ব পাঠ্যসূচির আওতাভুক্ত। তাই মাঠ পর্যায়ে গিয়ে শিক্ষার্থীদের ফুল চাষ পদ্ধতি সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ করা, ফুল চাষে সমস্যা ও এর  প্রতিকার সমন্ধে জানা, ফুল চাষের অর্থনৈতিক গুরুত্ব ও ফুলচাষে কৃষকদের সাফল্য প্রভৃতি বিষয় সম্পর্কিত জ্ঞান আহরন করা ও কৃষির বিজ্ঞানভিত্তিক অধ্যায়নে আগ্রহ বাড়ানোর জন্য এই শিক্ষা সফরের আয়োজন করা।

কৃষি শিক্ষার্থী হাবিব বলেন, প্রায় ৩৬ বছর আগে ১৯৮৩ সালে যার হাতে গদখালীর পানিসাড়া গ্রামে প্রথম ফুলচাষ শুরু হয় সে ব্যক্তি শ্রদ্ধেয় ফুলচাষী শের আলীর সাথে কতিপয় শিক্ষার্থী দেখা করতে যায় এবং তার নিকট হতে বাংলাদেশে ফুলচাষের ইতিহাস সম্পর্কিত তথ্যাবলী জানতে চেষ্টা করে। তিনি আরো বলেন, প্রথম তিনি ভারতে গিয়ে রজনীগন্ধ্যার কিছু কন্দ/বীজ নিয়ে আসেন, তারপর ৩০ শতাংশ জমিতে শুরু হয় তার স্বপ্নের ফুলচাষ। প্রথমে কাউকে পাশে না পেলেও অল্প কয়েক বছর এর মধ্যে ছড়িয়ে পড়ে ফুলচাষের সাফল্যের রুপরেখা। যার ফলশ্রুতিতে এখন পানিসাড়া গ্রাম ছাড়িয়ে পুরো গদখালী ইউনিয়নকে ফুলচাষের রাজ্য বলা যায়। সারাদিন ফুলের রাজ্যভ্রমন শেষে কৃষি শিক্ষার্থীরা কতটা প্রফুল্ল ছিল সেটার প্রতিকায়িত চিত্র কৃষি পরিবারের স্মৃতিময় গ্রুপ ছবি।

This post has already been read 3797 times!