ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি) : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের উদ্যােগে স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ট্যুরের আয়োজন করা হয়েছে। শনিবার (২ মার্চ) উদ্যানতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একদিন ব্যাপী এ ট্যুরের আয়োজন করা হয়। বরিশালে অবস্থিত আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, কৃষি উন্নয়ন কর্পোরেশন, স্বরুপকাঠীতে ব্যক্তিকেন্দ্রিক নার্সারি এবং লাকুটিয়া বীজ উৎপাদন খামার শিক্ষার্থীদের ঘুরিয়ে দেখানো হয়।শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল মালেক, সহযোগী অধ্যাপক ড. জুয়েল হাওলাদার, সহকারী অধ্যাপক মো. রোমান আকন।
Check Also
নদীর পাড় ঘেঁষে পর্যটন স্পট তৈরির পরিকল্পনা
ফকির শহিদুল ইসলাম (খুলনা): পর্যটনে নতুন ভাবনা’ এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে খুলনা …