Saturday 20th of April 2024
Home / অর্থ-শিল্প-বাণিজ্য / সময় বাড়লো Alltech চিত্রাঙ্কন প্রতিযোগিতার

সময় বাড়লো Alltech চিত্রাঙ্কন প্রতিযোগিতার

Published at অক্টোবর ৩০, ২০১৮

অলটেক (Alltech) আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এগ্রিনিউজ.২৪কম কে এ ব্যাপারে আজ (মঙ্গলবার) নিশ্চিত করা হয়েছে। ছবি দেয়ার সময়সীমা ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা থাকলেও এটির সময় বাড়িয়ে আগামী ১৫ নভেম্বর ২০১৮ পর্যন্ত  করা হয়েছে। পোলট্রি ও লাইভস্টক শিল্পের সাথে জড়িত পিতা-মাতার সন্তানদের জন্য আয়োজিত উক্ত প্রতিযোগিতায় উল্লেখিত তারিখের মধ্যে অঙ্কিত ছবি জমা দেয়ার অনুরোধ করা হয়েছে।

কারা অংশগ্রহণ করবে?
থেকে ১৫ বছরের সকল ছাত্র-ছাত্রী এই চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

বিষয়বস্তু: পানিই জীবন”

ছবি আঁকার নির্দেশনাবলি

* ছবিটি অবশ্যই একটি মাঝারি সাইজের ক্যানভাস কাগজে অথবা আর্ট কাগজে (A3) আঁকতে হবে যেটির মাপ হবে- ২৯৭মিমি x ৪২০মিমি অথবা ১১.৭ ইঞ্চি x ১৬.৫ ইঞ্চি।

* ছবি আঁকার জন্য তৈল রঙ, এক্রাইলিক রঙ, জলরঙ, পোস্টর রঙ, রঙ পেন্সিল এবং পেস্টেল রঙ ইত্যাদি ব্যবহার করা যাবে।

চিত্রাংকন জমা দেয়ার নিয়মাবলি
* আঁকা ছবিটি অবশ্যই প্রতিযোগীর পূরণকৃত রেজিস্ট্রেশন ফর্ম, ১ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং স্কুল পরিচয়পত্রের ফটোকপিসহ নিম্ন উল্লেখিত ঠিকানায় কুরিয়ার করে পাঠাতে হবে।
* আঁকা ছবিটি কোনভাবে বিকৃত করা যাবে না অন্যথায় তা বাতিল বলে গণ্য হবে।
* আঁকা ছবিটি কোনভাবে ভাঁজ করা বা মোচড়ানো বা ফ্রেম দিয়ে বাঁধানো যাবে না।
* কোন প্রকার ডিজিটাল ছবি গ্রহণ করা হবে না।
* আঁকা ছবির সাথে কোন প্রকার ফিতা বা লেবেল লাগানো যাবে না।
* ছবির নিচে অবশ্যই প্রতিযোগীর স্বাক্ষর থাকতে হবে।
* নির্ধারিত তারিখের পর কোন ছবি গ্রহণযোগ্য হবে না।

পুরস্কার
প্রতিযোগীদের মধ্য থেকে ১২ জন বিজয়ীকে নগদ ৫০ ডলার ও একটি সার্টিফিকেট প্রদান করা হবে এবং তাদের আঁকা ছবিগুলো দিয়ে অলটেক বাংলাদেশ এর ২০১৯ সালের ক্যালেন্ডার তৈরি হবে।

শর্তাবলী
* একজন প্রতিযোগীর কাছ থেকে কেবল একটি ছবিই গ্রহণ করা হবে।.
* প্রতিটি ছবি নকশা ও ধারণার দিক থেকে আলাদা হতে হবে এবং কোন শিল্পীর আঁকা ছবি বা অন্য কোন উৎস থেকে প্রাপ্ত ছবি গ্রহণযোগ্য হবে না।
* প্রতিটি ছবি অবশ্যই প্রতিযোগীর নিজের হাতে আঁকতে হবে। অন্য কেউ প্রতিযোগীকে শুধুমাত্র দিকনির্দেশনা দিতে পারবেন বা অনুপাণিত করতে পারবেন।
* কুরিয়ারের মাধ্যমে পাঠানো ছবি নষ্ট হলে বা হারানো গেলে অলটেক বাংলাদেশ দায়ী ধাকবে না।
* এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার মাধ্যমে প্রতিযোগীদের আঁকা ছবি অলটেক বাংলাদেশ স্থায়ীভাবে সংরক্ষণের স্বত্বাধিকার প্রাপ্ত হবে।
* প্রতিযোগীতার ফলাফল যথাসময়ে অলটেক বাংলাদেশ এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং ই-মেইলের মাধ্যমে জানানো হবে।
* অলটেক বিচারকমন্ডলীর সিদ্বান্তই চূড়ান্ত হিসেবে বিবেচ্য হবে।

আরো বিস্তারিত তথ্যের জন্য আপনার নিকটস্থ অলটেক প্রতিনিধির সাথে অথবা নিম্নে বর্ণিত ঠিকানায় যোগাযোগ করুন:

মেহেরুননেছা সাথী
মোবাইল: +৮৮ ০১৭১৪ ১৩২ ১৫০
ইমেইল: msathi@alltech.com

রেজিস্ট্রেশন ফরম এর জন্য ক্লিক করুন: http://Registration-Form.pdf

বি:দ্র: এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুধুমাত্র পোলট্রি ও লাইভস্টক শিল্পের সাথে জড়িত পিতা-মাতার সন্তানদের জন্য।

অলটেক বায়োটেকনোলোজি প্রা: লি:
এন.আর.টাওয়ার (৫ম তলা); ৭২, প্রগতি সরনী
ব্লক- জে, বারিধারা, ঢাকা-১২১২
ফোন: +৮৮ ০৯ ৬০৬৫০০১৯১
ফ্যাক্স: +৮৮ ০৯ ৬০৬৫০০১৯২

ওয়েবসাইট: www.alltech.com/bangladesh

 

This post has already been read 2040 times!