Sunday 26th of March 2023
Home / এক্সক্লুসিভ / শাহীনুরের চার পা বিশিষ্ট মুরগি!

শাহীনুরের চার পা বিশিষ্ট মুরগি!

Published at আগস্ট ৪, ২০১৮

নিজস্ব প্রতিবেদক: এতদিন হয়তো ডায়ালগ অনেক শুনেছেন ‘হাতির পাঁচ পা দেখেছো’? এখন থেকে অমন কথা কেউ বললে আপনিও শুনিয়ে দিতে পারবেন, ‘মুরগির চার পা দেখেছো’? বাস্তবে হাতির পাঁচ পা কখনো দেখা না গেলেও মুরগির চার পা কিন্তু ঠিকই দেখা গেছে। অনেকের কাছে বিষয়টি অবাস্তব কল্পনাপ্রসূত মনে হলেও এমন ঘটনা ঘটেছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কুষ্টিয়ার শাহীনুরের খামারে।

এ সম্পর্কে জেলার ভেড়ামারায় অবস্থিত “শাহিন পোল্ট্রি হ্যাচারী” এর স্বত্বাধিকারী মো. শাহীনুর রহমান জানান, আলোচিত মুরগিটি আসলে সোনালী জাতের পুলেট।

তিনি জানান, অন্যান্য প্রাণীর মতো মুরগির মধ্যেও কিছু প্রতিবন্দী জন্ম নেয়। এটি আসলে তেমনই প্রতিবন্দী মুরগি। হ্যাচারিতে বাচ্চা ফোটানোর সময় এর আগেও দু’ একবার এমনটি দেখা গেছে।তবে সেগুলো খুব অল্প বয়সে মারা যায়। তবে এ মুরগিটি একটু ব্যাতিক্রম। বয়স তিন মাস হলেও এখনো দিব্যি বেঁচে আছে।

শাহীনুর আশা প্রকাশ করেন, বেঁচে থাকলে হয়তো এটি একদিন ডিমও দিবে।

This post has already been read 2649 times!