Tuesday , September 16 2025

পদ্মা ফিডস অ্যান্ড চিকসের উদ্যোগে মৎস্য খামারিদের নিয়ে মতবিনিময় সভা

নাটোর সংবাদদাতা: নাটোরের গুরুদাসপুরে দেশের স্বনামধন্য ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান পদ্মা ফিডস্ অ্যান্ড চিকস্-এর আয়োজনে এবং স্থানীয় পরিবেশক তালহা ট্রেডার্স-এর সার্বিক সহযোগিতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর (সোমবার) আয়োজিত এ সভায় এলাকার প্রায় ৮০ জন মৎস্য খামার মালিক ও চাষি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ফিডস অ্যান্ড চিকসের জেনারেল ম্যানেজার শাহীনুর আলম এবং কোম্পানিটির উত্তরবঙ্গ অঞ্চলের ম্যানেজার মাহফুজ আহমেদ। সভার সভাপতিত্ব করেন তালহা ট্রেডার্সের স্বত্বাধিকারী হাফিজুর রহমান।

সভায় বক্তারা মাছ চাষের আধুনিক কৌশল, গুণগতমানসম্পন্ন খাদ্যের প্রয়োজনীয়তা, পদ্মা ফিডস অ্যান্ড চিকস-এর খাদ্যের বৈশিষ্ট্য এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন। পাশাপাশি স্থানীয় খামারিরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং মাঠপর্যায়ে যে চ্যালেঞ্জগুলো তারা মোকাবিলা করছেন, সেগুলো কোম্পানির প্রতিনিধিদের সাথে শেয়ার করেন।

আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় মানসম্মত ফিড ব্যবহারের সুফল, উৎপাদন খরচ হ্রাস, মাছের স্বাস্থ্য সুরক্ষা ও বাজারজাতকরণের সম্ভাবনা। বক্তারা খামারিদের আরও উৎপাদনমুখী ও লাভজনক হতে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানান।

পরিশেষে, মধ্যাহ্নভোজের আয়োজনের মধ্য দিয়ে মতবিনিময় সভার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

This post has already been read 3 times!

Check Also

মৎস্য উপদেষ্টার নদী পরিদর্শন : অবৈধ জাল ব্যবহার করায় ৫ জেলের কারাদণ্ড

সুনামগঞ্জ সংবাদদাতা : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজ (৬ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের তাহিরপুর …