Monday , September 8 2025

পবিপ্রবিতে ডিভিএম ও অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি একীভূতকরণে প্রাক্তন শিক্ষার্থীদের তীব্র নিন্দা

পবিপ্রবি সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যাকাডেমিক কাউন্সিলের ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের জরুরি সভায় ডিগ্রি  একীভূতকরণের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় এএনএসভিএম অনুষদের অধীন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এবং বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি—এই দুটি পৃথক ডিগ্রিকে একীভূত করে নতুন কম্বাইন্ড ডিগ্রি ‘বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’ অনুমোদন দেওয়া হয়।

এমন এক সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাক্তন শিক্ষার্থী ও স্টেকহোল্ডারদের মতামত না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে অ্যানিমেল হাজবেন্ড্রি প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। তাদের অভিযোগ, আদালতের মাধ্যমে প্রতিষ্ঠিত ডিগ্রিকে রাতারাতি একতরফাভাবে বাদ দেওয়া হয়েছে, যা ষড়যন্ত্রমূলক এবং আদালত অবমাননার শামিল।

শিক্ষার্থীদের দাবি, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ডিভিএম ও এএইচ ডিগ্রি থাকলেও কোথাও এখনো কম্বাইন্ড ডিগ্রির সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং ডিভিএম শিক্ষার্থীরা সিলেবাসে পরিবর্তন চাইলেও ডিগ্রির নাম ‘ডিভিএম’ বহাল রাখার দাবিই জানাচ্ছে। তাই পবিপ্রবির এই সিদ্ধান্তকে তারা অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি বাদ দেওয়ার সুদূরপ্রসারী ষড়যন্ত্র মনে করছে।

প্রাক্তন শিক্ষার্থীরা আরও জানান, স্টেকহোল্ডার, পেশাজীবী সংগঠন এবং সংশ্লিষ্ট মহলের মতামত ছাড়া এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ অগ্রহণযোগ্য। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ষড়যন্ত্রমূলক এই কার্যক্রম অবিলম্বে বন্ধ না হলে আইনগত ব্যবস্থার মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলবে অ্যানিমেল হাজবেন্ড্রি প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

This post has already been read 187 times!

Check Also

এবার ব্যাংক এবং প্রশাসনিক ভবনে তালা দিলেন বাকৃবির শিক্ষার্থীরা

বাকৃবি সংবাদদাতা: দিনব্যাপী রেলপথ অবরোধের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত সকল ব্যাংক ও আর্থিক লেনদেনকারী …