পাবনা সংবাদদাতা: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট) পাবনায় সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর,পাবনা’র আয়োজনে ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট সপ্তাহব্যাপী এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মোহাম্মদ মফিজুল ইসলাম, জেলা প্রশাসক, পাবনা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জলবায়ুর প্রভাব, প্রাকৃতিক বিপর্যয়, অবৈধ জালের ব্যবহার, ডোবা ও জলাশয় ভরাট করা, মা মাছের আবাসস্থলের অভাব, ডিম ছাড়ার আগেই মা মাছ ধরে ফেলাসহ বিভিন্ন কারণে দিনদিন কমে যাচ্ছে দেশি মাছের প্রাপ্যতা। ফলে বাজারে দুষ্প্রাপ্য হয়ে পড়ছে দেশীয় প্রজাতির স্বাদু পানির মাছ। এর থেকে পরিত্রানের জন্য সরকার নিদিষ্ট সময়ে মাছ ধরা বন্ধ রেখে মৎস্যজীবীদের বিশেষ প্রণোদনা বিতরণ, অভয়াশ্রম তৈরির মতো কর্মসূচি বাস্তবায়ন করছে। যাতে মাছের জীববৈচিত্র এবং উৎপাদন দুইই বৃদ্ধি পায়। তিনি আরো বলেন, মাছ হলো নিরাপদ খাবার। বিধায় নিরাপদ উপায়ে মাছের উৎপাদন বাড়াতে হবে। অস্বাস্থ্যকর ও অবৈজ্ঞানিক কোন রাসায়নিক, খাবার, হরমোন প্রয়োগ করা যাবে না। ফসলি জমি নষ্ট করে পুকুর খননের মাধ্যমে মাছ উৎপাদন না করার প্রতি আহবান জানান।
জেলা মৎস্য অফিসার দীপক কুমার পাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামানিক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; মো. তৌহিদ ইকবাল, উপপরিচালক, এনএসআই ও আক্তারুজ্জামান আক্তার, সভাপতি, প্রেস ক্লাব। অনুষ্ঠানে পাবনা জেলায় মৎস্যখাতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ জন মৎস্যচাষীকে পুরষ্কৃত করা হয়।
এর আগে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা জেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, মৎস্যচাষী, মৎস্যজীবী, হ্যাচারী মালিক, ব্যবসায়ী, এনজিও এবং কোম্পানী প্রতিনিধি, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।