📍 ঢাকা | 📅 শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

স্কয়ার এগ্রোভেট কর্তৃক পাবনায় উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

পাবনা সংবাদদাতা : পাবনায় উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার সাদুল্লাপুর কোলের মৎস্য অভয়াশ্রমে দেশীয় মাছের পোনা অবমুক্ত করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এগ্রোভেট ক্রপ কেয়ার ডিভিশন

গত বুধবার (১৩ আগস্ট) এ পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা দিপক কুমার পাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাহারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো: ওমর আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুল হালিম, স্কয়ার এগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত, ক্রপ কেয়ার ডিভিশনের ম্যানেজার মো: মোস্তাফিজুর রহমান, এগ্রোভেট ডিভিশনের সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ ডা: মো: সফিউল্লাহ, এগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ (বিজনেস ডেভেলপমেন্ট) তারিফ মাহমুদ বারি এবং এগ্রোভেট ডিভিশনের প্রোডাক্ট এক্সিকিউটিভ মেহেদী হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ অবমুক্তকরণ জীববৈচিত্র্য রক্ষা ও মাছের উৎপাদন বৃদ্ধি করবে। পাশাপাশি মৎস্যজীবীদের আয় ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে।

এ সময় কোলটিতে বাইম, শিং, মাগুর, টেংরা গুলসাসহ দেশীয় প্রজাতির প্রায় লাখ ৬০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন