পাবনা সংবাদদাতা: মৎস্য সম্পদ, জলজ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিরোধে সহকারী কমিশনার ভূমি সানাউল মোর্শেদ নেতৃত্বে ফরিদপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১টা থেকে ৫ টা পর্যন্ত উপজেলার গোপালনগর ও সোনাহারা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে একটি কারখানা থেকে ৩০ বস্তা অবৈধ চায়না দুয়ারী জাল এবং জাল তৈরির বিভিন্ন উপকরণ একবংশ ১২ লক্ষাধিক টাকার জাল জব্দ করা হয়। এসময় জাল তৈরি, বিপণন ও মজুদের অপরাধে ৪ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জাল তৈরির উপকরণ ‘রিং’ প্রস্তুত ও মজুদের দায়ে আরও একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মোট ৫ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান শেষে জব্দকৃত সব অবৈধ চায়না দুয়ারী জাল ও উপকরণ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।