Thursday , May 1 2025

ব্রি সদর দপ্তরে আরসিজিএস প্রকল্পের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর সদর দপ্তরে “ব্রি সাপোর্ট টু সাক্সেসফুলি ইম্প্লিমেন্ট র‌্যাপিড সাইক্ল জিনোমিক সিলেকশন (আরসিজিএস)” প্রকল্পের পরিচিতি কর্মশালা আজ (১৭ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম, এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি), বাংলাদেশ-এর সিনিয়র সাইন্টিস্ট ও রাইস ব্রিডার ড. মো. রফিকুল ইসলাম

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন গেটস্ ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ড. গ্যারি অ্যাটলিন, যিনি প্রকল্পের আন্তর্জাতিক দিক ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

স্বাগত বক্তব্য রাখেন ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগের প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পার্থ সারথী বিশ্বাস, যিনি দ্রুত জিনোমিক নির্বাচন প্রযুক্তি (RCGS) প্রয়োগের গুরুত্ব ও তার সম্ভাব্য সুফল নিয়ে বিশদ আলোচনা করেন।

এই প্রকল্পের মাধ্যমে ধান উন্নয়নে দ্রুততর ও আরও কার্যকর পদ্ধতি প্রয়োগের সুযোগ তৈরি হবে, যা খাদ্য নিরাপত্তা এবং কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে ব্রির বিভিন্ন বিভাগের বিজ্ঞানী, গবেষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This post has already been read 138 times!

Check Also

চৈত্র সংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দেয়- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চৈত্র …