📍 ঢাকা | 📅 সোমবার, ৬ অক্টোবর ২০২৫

রাণীনগরে গুচ্ছগ্রামে চারাগাছ বিতরন ও রোপন

রাজেকুল ইসলাম, রাণীনগর (নওগাঁ ): নওগাঁর রাণীনগরে মুজিববর্ষ উপলক্ষ্যে উপজেলার গুচ্ছগ্রামে বিভিন্ন ধরনের ফলদ ও ওষুধী গাছের চারা বিতরন ও রোপন করা হয়েছে। “পুকুর পুন:খনন ও ভূউপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র সেচ ব্যবহার” (এসডব্লিউআইপি) প্রকল্পাধীন আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিনামূল্যে ফলদ চারা বিরতন ও রোপন কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের ডাকাহার গুচ্ছগ্রামে ফলজ-ওষুধী চারাগাছ বিতরণ ও রোপন করা হয়। এছাড়াও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানির উৎস স্থাপন সার্ভে এবং প্রধানমন্ত্রীর উপহার বীরমুক্তিযোদ্ধাদের বাসগৃহ নির্মাণের স্থান সার্ভে কাজ পরিদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি প্রকৌশলী ফারুক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারি প্রকৌশলী ইকরামুল বারী, স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম, গুচ্ছগ্রামের বাসিন্দা প্রমুখ।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন