📍 ঢাকা | 📅 শনিবার, ৪ অক্টোবর ২০২৫

বগুড়ার বন্যাদুর্গতদের মাঝে জার্মান প্রবাসীর খাদ্য সামগ্রী বিতরণ

আবুল বাশার মিরাজ: কোরবানি ঈদের দিনের কি আনন্দ বোঝেননি বগুড়া জেলার শেরপুর উপজেলার বিনোদপুর গ্রামের মানুষরা। নদী ভাঙ্গণ আর বন্যা কবলিত এসব পরিবারের কারো ঘরে আধা সের চাল ছিল না। ত্রাণের জন্য অপেক্ষায় থাকা পানিবন্দী এসব পরিবার গত কয়েকদিন ধরেই অনাহারে দিন কাটাচ্ছেন। এ খবরটি জেনেই জার্মান প্রবাসী সৈয়দ শাকিল ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে  ছিল চাল, ডাল, তেল, লবণ, লাউ, পেঁপে ও চালকুমড়া।

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ শাকিল বলেন,  ‘ঘরে খাবার নেই, ত্রাণের আকুতি’ শিরোনামে একটি খবর জানার পরই ব্যবস্থা গ্রহণ করি, দ্রুতগতিতে আমরা  চেষ্টা করেছি অনাহারে থাকা মানুষের ক্ষুধার কষ্ট মেটানোর জন্য। আমার পরিচালিত “Syed Shakil Wealfare Trust”,  মাধ্যমে “Asha Hoffnung fur Bangladesh e.V এবং  আলোকিত শিশু নামের সংগঠনগুলোও এ কাজে সহযোগিতা করে।

ওই প্রবাসী আরো জানান, খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দিতে  পেরে খুবই ভালো লাগছে। বন্যা কবলিত অনেক পরিবার কষ্টে দিন পার করছে, ওদের ফসলী জমি নষ্ট হয়ে গেছে। আসুন সবাইমিলে তাদের পাশে দাঁড়াই, সাহায্যের হাত বাড়াই।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Comments are closed.

আরো পড়ুন

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত…