Thursday , May 1 2025

বাকৃবিতে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস গঠনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান।

বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস গঠনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান কর্মসূচির উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের ধূমকেতু ক্লাবের মাঠের পাশ্ববর্তী শিক্ষকদের বাসা থেকে ময়লা সরানোর মধ্য দিয়ে এ অভিযান শুরু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সহসভাপতি অধ্যাপক ড. এম. এ. সালাম, বিশ্ববিদ্যালয় আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মহির উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে কিছু ডাস্টবিনের ব্যবস্থা থাকলেও জনসচেতনতার অভাবে যত্রতত্র ময়লা ফেলতে দেখা যায়। এ ময়লাগুলো পরবর্তীতে পঁচে দুর্গন্ধ ছড়ায়। অনেক সময় বৃষ্টির পানিতে ধুয়ে চারদিকে ছড়িয়ে পরিবেশ দূষণ করে। প্রত্যেকে ময়লা ফেলার বিষয়ে সচেতন হলেই আমাদের এই সবুজ ক্যাম্পাসকে আমরা পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে পারবো।

This post has already been read 6388 times!

Check Also

নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি, চায়না প্রতিনিধি দলের বারি পরিদর্শন

গাজীপুর সংবাদদাতা: কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশন, নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি (এনডব্লিউএএফইউ), চায়না প্রতিনিধি দল বুধবার (০৯ …