Saturday 4th of May 2024
Home / অর্থ-শিল্প-বাণিজ্য / মসলা ফসলের আবাদ বাড়াতে হবে

মসলা ফসলের আবাদ বাড়াতে হবে

Published at এপ্রিল ২৪, ২০১৯

নাহিদ বিন রফিক (বরিশাল): মসলা ফসলে পুষ্টি ও ভেষজগুণে ভরপুর। তাই ধান, শাকসবজি এবং অন্যান্য ফসলের পাশাপাশি এর আবাদ বাড়াতে হবে। এ জন্য প্রয়োজন উন্নত জাত ব্যবহার। সে সাথে দরকার বিজ্ঞানভিত্তিক চাষাবাদের ব্যবস্থা। বুধবার (২৪ এপ্রিল) বরিশালের রহমতপুরস্থ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলনকক্ষে মসলা ফসলের উৎপাদন কৌশল শীর্ষক দিনব্যাপি এক কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম এসব কথা বলেন।

বাংলাদেশে মসলা ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্প আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরস্থ মসলা গবেষণা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলাউদ্দিন খান। বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া এবং মুলাদীর উপজেলা কৃষি অফিসার মো. রেজাউল হাসান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম সহ আরো অনেকে।

This post has already been read 2899 times!