Wednesday 1st of May 2024
Home / অর্থ-শিল্প-বাণিজ্য / সোলার পাম্প কৃষকের আশীর্বাদ

সোলার পাম্প কৃষকের আশীর্বাদ

Published at এপ্রিল ৩, ২০১৯

নাহিদ বিন রফিক (বরিশাল): সোলার পাম্প কৃষকের আশীর্বাদ। কাংক্ষিত ফলনের জন্য ফসলি জমিতে পানি সরবরাহ জরুরি। সে কারণে দরকার বিদ্যুতের ব্যবস্থা। তবে বিদ্যুত ছাড়াও সেচ দেয়া সম্ভব। আর এ জন্য প্রয়োজন সোলার পাম্প স্থাপন। এতে উৎপাদন খরচ হ্রাস পায়। চাষাবাদে লোকসানের আশঙ্কা থাকে না। তাই কৃষিকাজে বাড়ে চাষিদের আগ্রহ। আজ (২ এপ্রিল ) ঝালকাঠি সদরের দেউলকাঠিতে সৌরশক্তি ও পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের এক কৃষক মাঠদিবসে প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. ফজলুল হক এসব কথা বলেন।
উপজেলা কৃষি অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালস্থ ডিএই আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র কৃষি প্রকৌশলী একেএম মাজহারুল ইসলাম ও কৃষি প্রকৌশলী মো. মশিউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মু. আলাউদ্দিন খান, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফণি ভূষণ, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান হাওলাদার, ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ।
অনুষ্ঠানের আগে প্রধান অতিথি সোলার পাম্পের সাহায্যে ৫ শ’ মিটার বারিড পাইপ স্থাপনের চলমান কাজ উদ্বোধন করেন। এছাড়া ৩০ শতাংশ জমিতে চাষকৃত খাটোজাতের নারিকেলবাগানে ড্রিপসেচ পদ্ধতি প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণমান্য ব্যক্তিসহ দেড় শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।

This post has already been read 1805 times!